মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জলিরপাড় ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন-২০২৪ এ ব্যাপক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের বিপ্লব মজুমদারকে পরাজিত করে বিপুল বিজয় অর্জন করেছেন আনারস প্রতীকের প্রার্থী বিভা রানী মন্ডল।
উপ নির্বাচনে মোট প্রার্থী ছিল তিনজন। এদের মধ্যে প্রাক্তন চেয়ারম্যান মিহির কান্তি রায় এর স্ত্রী শেফালি রানী শিমু ছিল চশমা প্রতীকে, আওয়ামীলীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক (ইউনিয়ন শাখা) বিপ্লব মজুমদার মোটরসাইকেল প্রতীকে এবং সাবেক চেয়ারম্যান বিভা রানী মন্ডল ছিল আনারস প্রতীকে।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১৭২৪৫ জন।মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১০৯৬৩। বিজয়ী প্রার্থী আনারস প্রতীকের বিভা রানী মন্ডল পেয়েছে ৫০৬৯ ভোট,নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের বিপ্লব মজুমদার পেয়েছে ৩৮৬৫ ভোট, শেফালি রানী শিমু চশমা প্রতীকে পেয়েছে ২০২৯ ভোট। মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬৪% । বিজয়ী প্রার্থী আনারস প্রতীকের বিভা রানী মন্ডল ১২০৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে সকাল ৮:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
বিজয়ী প্রার্থী বিভা রানী মন্ডল বলেন, জলিরপাড় ইউনিয়নের জনগন আমাকে ভালোবেসে যেভাবে ভোট দিয়ে বিজয়ী করেছে তাতে আমি চির ঋণী হয়ে রইলাম।জন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ করতে সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। মাননীয় মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের প্রত্যাশা ও মর্যাদাকে অক্ষুণ্ন রেখে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং আপনাদের সকলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
Leave a Reply