মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আজ গোপালগঞ্জে কোটালিপাড়া কলা বাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি বুদ্ধিমন্ত বিশ্বাস অনাথ ও বৃদ্ধাশ্রম সংলগ্ন বুদ্ধিমন্ত ট্রাস্ট সংস্কৃত কলেজের শুভ উদ্বোধন সম্পন্ন হলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃত ও পালি বোর্ডের সম্মানিত বোর্ড সদস্য ও সংস্কৃত ও পালি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতী।
বুদ্ধিমন্ত ট্রাস্ট সংস্কৃত কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি,আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মাদারীপুর জেলা সংসদের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরিপদ দাস,অত্র সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট গৌরাঙ্গ বসু এবং বুদ্ধিমন্ত সংস্কৃত কলেজের কর্মাধ্যক্ষ শ্রী ধীরেন্দ্রনাথ বারুরী শুভ উদ্বোধন ঘোষণা করেন।এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার বিশ্বাস,আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস,বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির হিসাব নিরীক্ষা সম্পাদক যুগল বোস,পল্লী শ্রী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ প্রবীণ মন্ডল,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন,অত্র অঞ্চলে হিন্দু ধর্মের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করার লক্ষ্যে কলেজটি ব্যাপক ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।
Leave a Reply