মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
যুক্তির আলোয় আলোকিত নতুন প্রজন্ম গড়ার প্রত্যয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে সামনে রেখে “তারুন্যের শপথ” সংগঠন আজকে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে আয়োজন করলো আন্তঃ জেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪
শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ভবনে জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম ধাপের বিতর্ক প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, এডভোকেট ও সাংবাদিক জহিরুল ইসলাম খান প্রমুখ বিচারকমন্ডলী।
তারুণ্যের শপথ সংগঠনের সভাপতি অ্যাড. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তানিয়া ফেরদৌস, অ্যাড. গোলাম কিবরিয়া, অ্যাড. মোঃ ইব্রাহিম মিয়া, অ্যাড. আসিফ শাহরিয়ার ।
বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্যায়ের বিজয়ী দল সমূহকে নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ধন্যবাদ “তারুন্যের শপথ” সংগঠনকে তরুনদের নিয়ে এমন সুন্দর আয়োজন এর জন্য।
Leave a Reply