রবিবার, ২২ Jun ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্যাসীরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর পার থেকে অজ্ঞাত এক যুবকের(২৬) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১৫ মে) সন্ধ্যায় ওই এলাকার নদীর পাড়ের একটি পাট ক্ষেতে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তবে লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায় নি। জানা গেছে, আড়িয়াল খাঁ ব্রীজের টোলপ্লাজা সংলগ্ন নদীর পাড়ের একটি পাট ক্ষেত থেকে যুবকের গলাকাটা মরদেহটি দেখতে পায় এলাকাবাসী।
পরে তার থানা পুলিশকে জানালে সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবচর থানার উপপরিদর্শক সনজীব জোয়াদ্দার বলেন,’নদীর পাড় থেকে যুবকের লাশটি উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসা হয়েছে।
সুরতহাল থেকে মাদারীপুর মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিচয় জানা যায় নি। তিনি আরো বলেন,মরদেহটির বয়স ২২ থেকে ২৮ এর মধ্যে হবে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply