বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
এড.গৌরাঙ্গ বসু
মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদ উপ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরী ব্যাপক ব্যবধানে জয়লাভ করেন। আজ ভোর ৮ টা হতে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮৪২১০ জন । মোট প্রদত্ত ভোট সংখ্যা ৮৮৩৯৪।এর মধ্যে নৌকা প্রতীকের রেজাউল করিম শাহীন চৌধুরী পেয়েছেন ৬০৫৭৯ ভোট এবং আনারস প্রতীকের মহাসিন মিয়া পেয়েছেন ২৭৮১৫ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় ৪৮%। রেজাউল করিম শাহীন চৌধুরী ৩২৭৬৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
প্রথমদিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ হয়েছে।