বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
এড.গৌরাঙ্গ বসু:
আজ বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর নিউমার্কেট এ ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এসময় টেকেরহাট -গোপালগঞ্জ সড়কে প্রায় দুই কি.মি.যানজটের ভোগান্তি পোহাতে হয় যাত্রী সাধারণের।অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন সিমেন্ট ব্যবসায়ী বিধান হালদার, নিখিল কির্তনীয়ার ফার্মেসী,মেকার শংকর,ফার্নিচার দোকানের মালিক রামকৃষ্ণ মন্ডল,কালাম শেখ,কালিপদ বাড়ৈ,অনন্ত বাইন,অপু বিশ্বাস,নিরুপম বিশ্বাস,অচিন্ত্য মোহন্ত,জয়ন্ত বিশ্বাস।
অগ্নি কান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া,উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন,মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ, জলিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান বিভা রানী মন্ডল।
গোপালগঞ্জ জেলা অগ্নি নির্বাপক কর্মকর্তা আবুল কালাম বলেন রাজৈর থেকে একটি , মুকসুদপুর থেকে দুটি এবং জেলা থেকে আরো দুটি অগ্নিনির্বাপক দল এসে সমন্বিত প্রয়াসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। দুর্ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।