মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুড়ে ছাই রাজৈরে বিএমএসএফের নতুন কমিটি গঠিত। রাজৈর রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল রাজৈর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদ উপলক্ষে জমজমাট ঈদের বাজার রাজৈর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন মোটরসাইকেল প্রতীকের মহসিন মিয়া যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি, তিন দশকে সর্বোচ্চ মাদারীপুরে বাংলা নববর্ষে উদযাপিত হলো গীতা প্রতিযোগিতা ও বর্ষবরণ রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা জলিরপাড় ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন ২০২৪ আনারস প্রতীকে বিভা মন্ডলের ব্যাপক ভোটের ব্যবধানে বিপুল বিজয়।
আসন্ন ২৮ নভেম্বর ১৭নং জলিরপাড় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বিভা মন্ডল জনমত জরিপে এগিয়ে ।

আসন্ন ২৮ নভেম্বর ১৭নং জলিরপাড় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বিভা মন্ডল জনমত জরিপে এগিয়ে ।

দৈনিক বাংলাদেশের অধিকার ডেস্ক:

আগামী ২৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ইউনিয়ণ পরিষদ নির্বাচনকে ঘিরে জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সবকটি ইউনিয়নে নৌকার প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর প্রবল প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হচ্ছে।

১৭নং জলিরপাড় ইউনিয়ণে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বিভা মন্ডল ও আনারস মার্কার মিহির কান্তি রায়। অন্য দুই নাম মাত্র চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছে তপন কুমার অধিকারী ও মুকুল বাকচী।

সরেজমিন ঘুরে জানা যায় যে ,গোপালগঞ্জ জেলার একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী বিভা মন্ডল বয়সে তরুণ। সদালাপী, সৎ , নির্ভীক ও নারী উন্নয়নের অগ্রদুত বিভা মন্ডল প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ  গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে নৌকায় ভোট দিতে আহ্বান জানান।

আমাদের প্রতিনিধি জানান ১নং ওয়ার্ড ফুলকুমারী কেন্দ্রে মোট ভোটার ১৭৭৯ জন। এর মধ্যে নৌকার প্রার্থী পেতে পারেন ৯০০ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক পেতে পারেন ২৫০ ভোট।

২নং ওয়ার্ড বানিয়ারচর কেন্দ্রে  মোট ভোট ১২৩৮। এর মধ্যে নৌকা প্রতীকে পেতে পারে ৮০০ , আনারস প্রতীকে পেতে পারে ২০০ ভোট।

৩নং ওয়ার্ড কারিতাস কেন্দ্রে মোট ভোট ২১১৯ এর মধ্যে নৌকা প্রতীক ১২০০ এবং আনারস প্রতীক পেতে পারে ৩০০ ভোট।

৪নং ওয়ার্ড কলিগ্রাম কেন্দ্রে মোট ভোট ১৫৭৩ এর মধ্যে নৌকা প্রতীক ৬২৫ এবং আনারস প্রতীক পেতে পারে ৪০০ ভোট।

৫নং ওয়ার্ড কলিগ্রাম সেন্টমার্টিন কেন্দ্রে মোট ভোট ১৮৯০ এর মধ্যে নৌকা প্রতীক ৬০০ এবং আনারস প্রতীক পেতে পারে ৪২০ ভোট।

৬নং ওয়ার্ডে মোট ভোট ১৭২২ এর মধ্যে নৌকা প্রতীক পেতে পারে ৫৫০ এবং আনারস ৫০০ ভোট।

৭নং ওয়ার্ড শান্তিপুর কেন্দ্রে মোট ভোট ২৪৩৮ এর মধ্যে নৌকা প্রতীক ৭৫০ এবং আনারস প্রতীক ৭২৫ ভোট।

৮নং ওয়ার্ড দক্ষিণ জলিরপাড় কেন্দ্রে মোট ভোট ১৯৮৯ এর মধ্যে নৌকা প্রতীক ৫০০ এবং আনারস প্রতীক পেতে পারে ৭০০ ভোট।

৯নং ওয়ার্ড উত্তর জলিরপাড় কেন্দ্রে মোট ভোট ১৭৬৬ ভোট। এর মধ্যে নৌকা প্রতীক ৪০০ এবং আনারস প্রতীক পেতে পারে ৬৭৫ ভোট।

নৌকা প্রতীকের প্রার্থী বিভা মন্ডল সর্বমোট পেতে পারন ৬৩২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিহির কুমার পেতে পারেন ৪১৭০ ভোট।

জরিপটি  চালানো হয়েছে অত্র অঞ্চলে বসবাসরত  জনসাধারনের মতামতের ভিত্তিতে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021-2025
Design & Developed By : JM IT SOLUTION