বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
এড.গৌরাঙ্গ বসু:
আজ ২৬ আগস্ট ২০২১ সকাল নয়টায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (রাজৈর উপজেলা) ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহান খান এর প্রথম মৃত্যু বার্ষিকী তাঁর নিজ গ্রামের বাড়িতে পালিত হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ অর্পন করেন। শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ প্রমূখ নেতৃবৃন্দ।
ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এড.গৌরাঙ্গ বসু সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ।