শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
গতকাল রাত পৌনে এগারোটায় রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিমল চন্দ্র বনিকের বাবা দেবদাস বনিক বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় শতবর্ষের অধিক।পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে অসুস্থ হলে কোটালিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।পরে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা শেষে খুলনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কর্মজীবনে তিনি ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্বসম্পন্ন প্রজ্ঞাবান ব্যক্তি।তিনি অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। তার নিজ গ্রাম গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার পাইকের বাড়িতে বিদেহীর দাফন সম্পন্ন হবে।
বিদেহীর আত্মার শান্তি কামনায় রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম , রাজৈর রিপোর্টার্স ইউনিটি, শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শোক জানিয়েছেন।