শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
এড.গৌরাঙ্গ বসু:
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট কুমার নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুমার নদের দুই পাড়ে লক্ষাধিক উৎসুক জনতা তীব্র রোদে উপেক্ষা করে নৌকা বাইচ উপভোগ করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হরেক রকম নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ঢাকা, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর,বরিশাল, গোপালগঞ্জসহ মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নৌকা বাইচে অংশ নেয়।
ক্ষণিক সময় হলেও নৌকা প্রেমী আমুদে লোকজনে নদীর দুই পাড় ছিল কানায় কানায় পূর্ণ। দোকানিরা বাহারি রকমের পসরা সাজিয়ে বসেছেন। তবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মুজিববর্ষ উপলক্ষে রাজৈর উপজেলা আচমত আলী খান স্মৃতি সংসদের আয়োজনে শিল্পপতি শাহিন চৌধুরীর অর্থায়নে স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ এর উদ্যোগে এ জমকালো নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক নৌ মন্ত্রী, ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজাহান মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদি, জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল, স্থানীয় কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির প্রমুখ।