কালের খবরঃ
গোপালগঞ্জে অসহায় ও দু:স্থ দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিশেষ উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগীতায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডাঃ মো. নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাপাতালে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার ( ২০ জুন) সকালে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাপাতালে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডাঃ মো. নজরুল ইসলাম। এসময় জেলা আওয়ামী সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারন সম্পাদক আবু সাঈদ সিকদারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ৮জন চিকিৎসক এসব রোগীদের স্বাস্থ্য সেবা দেন।
পরে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।চিকিৎসা নিতে আসা সদর উপজেলার সোনাকুড় গ্রামের আম্বিয়া বেগম (৫৫) বলেন, আমার হাতের আঙ্গুলে চুলকানীসহ চর্ম রোগ দেখা দিয়েছে। এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে শুনে ডাক্তার দেখাতে এসেছি। এখান থেকে চিকিৎসা নিয়েছি, সাথে ঔষধ দিয়েছে।চর সোনাকুড় গ্রামের সানজিদা (১৩) বলেন, আমি বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি। মায়ের সাথে এখানে ডাক্তার দেখাতে এসেছি।একই গ্রামের আমানত আলী মোল্য (৭১) বলেন, বয়সের কারনে শরীরক ব্যাথা হচ্ছে। শুনেছি এখানে ফ্রি স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। তাই এখানে ডাক্তার দেখালাম সাথে ঔষধও দিয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডাঃ মো. নজরুল ইসলাম বলেন, গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারনে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা । আজ সারা দিনে ২ হাজার মানুষেকে স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপশি বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। #প্র
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply