কালের খবরঃ
দেশের আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট এ্যান্ড ন্যাচারাল পার্ক জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার (১৫ জুন) সকাল ৮টা থেকে সর্বসাধারনের জন্য খুলে দেয়া হবে। ফলে এদিন সকাল থেকে দর্শনার্থীরা এ পার্কে প্রবেশ করতে পারবেন।
শুক্রবার (১৪জুন) দুপুরে পার্ক পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সদস্য সচিব ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান জানান, ১০দিন দীর্ঘ বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারনের জন্য পার্কটি সীমিত আকারে খুলে দেয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মত একশত টাকা গেট ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে এবং ঘুরতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইডও খুলে দেয়া হবে। তবে বিশ্রাম বা রাত্রিযাপনের জন্য কটেজগুলো বন্ধ থাকবে। এই পার্কের সকল আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।
গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল পার্ক কর্তৃপক্ষ। এরপর থেকে পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ হয়ে যায়। গত ৭ জুন রিসিভার নিয়োগ করেন আদালত। আদেশের প্রেক্ষিতে পার্কটি ওই দিন রাতেই নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। পরে গত বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষন ও ব্যবস্থাপনা কার্যক্রম সার্বিক তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহবায়ক ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালককে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply