কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তথ্য অধিকার আইন ও বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুন) সকালে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাঃ বোরহানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন।বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বাপার্ডের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply