কালের খবরঃ
শিক্ষার্থীদের মনে ছোটবেলা থেকেই দুর্নীতি বিরোধী মনোভাব গঠন এবং সচেতনতা তৈরীর লক্ষে গোপালগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক,রচনা ওচিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও কমিশনের উদ্যোগে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (৫মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ওকলেজের সম্মেলন কক্ষে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী।
প্রতিযোগীতায় বিচারকের দায়ীত্ব পালন করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক হামিমুর রহমান,গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপ-সহকারী পরিচালক আফছার উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সরদার নুরুল ইসলাম,সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক। জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক,শিক্ষার্থীদের অংশগ্রহনে এসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply