কালের খবরঃ
সারা দেশের মত শনিবার (১জুন) গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনিং অনুষ্ঠিত হচ্ছে। সকালে গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে এ কর্মসূচীর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)ফারহানা জাহান উপমা ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।
গোপালাগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার,জেলা ইপিআই সুপারিনন্টেন্ড দীপক রঞ্জণ সরকার ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাসসহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতাল ও ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌর স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১ হাজর ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইনিং চলবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply