বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ১জুন খাওয়ানো হবে ভিটামিন “এ প্লাস” ক্যাপসুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪, ১১.৫৫ এএম
  • ১০৬ Time View

কালের খবরঃ

চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন “এ”এর কোন বিকল্প নেই বলে জানিয়েছেন গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার এসএম সাকিবুর রহমান। বুধবার (২৯মে) সকাল ১০টায় গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে  আগামী শনিবার (১জুন) অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য উপস্থাপন করেন ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশের সাথে একযোগে গোপালগঞ্জের ৬৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭১৬টি কেন্দ্র স্থাপনের মাধ্যমে ১লক্ষ ৯১হাজার ১০২জন শিশুকে ভিটামিন “এপ্লাস” ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সের শিশু রয়েছে ২৬হাজার ১৭০জন । এদের নীল রং এর ক্যাপসুল ও ১২থেকে ৫৯মাস বয়সের ১লক্ষ ৬৪ হাজার ৯৩২জন শিশুকে লাল রং এর ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য ৩হাজার ৪৩২জন ইপিআই স্বাস্থ্যকর্মীসহ স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার দিবাকর বিশ্বাস, ইপিআই সুপারিন্টেন্ডেন্ট দীপক রঞ্জন সরকার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এসএম হুমায়ূন কবীর, সৈয়দ মিরাজুল ইসলাম ও প্রসূন মন্ডল।

বক্তরা বলেন,ভিটামিন এ মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অনুপুষ্টি যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে,চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে, শিশুর গর্ভকালীন বৃদ্ধি স্বাভাবিক রাখতে, ত্বকের শুস্কতা দূর করা,রক্তস্বল্পতা প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ সহ চোখের অনেক ক্ষতিকর প্রভাব দেখা দেয়, ডায়রিয়ার ব্যপ্তিকাল বৃদ্ধিপায়, হামের জটিলতা দেখা যায়, রক্তস্বল্পতাসহ অন্যান্য রোগ দেখা যায়। তাই সকলকে ভিটামিন এ জাতীয় খাবার গ্রহণ এবং শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো একান্ত জরুরী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION