কালের খবরঃ
গোপালগঞ্জে তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় শরবত বিতরণ করে চলছে জেলা প্রশাসন। “পেয়েছে যাদের ভীষণ তেষ্টা, তারি নিবারণে মোদের ছোট্ট চেষ্টা” এই প্রতিপাদ্যে প্রচন্ড রোদ ও তাপদাহে তৃষ্ণার্ত মানুষের জন্য জেলা প্রশাসন গোপালগঞ্জের মানুষের জন্য এই উদ্যোগ গ্রহণ করে। জেলা শহরের পুরাতন লঞ্চঘাট ব্রীজের পাশে “শীতল” নামে একটি সেড তৈরী করে সেখান থেকে প্রতিদিন শত শত মানুষদের মুখে তুলে দিচ্ছে এই ঠান্ডা পানীয়। গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে এখনও চলমান রয়েছে শরবত বিতরণ কার্যক্রম। যতদিন গরমের প্রভাব থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ, রিক্সা ভ্যান চালক, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিণ্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনা পয়সায় শরবত বিতরণ করা হচ্ছে। প্রতিদিন ৫শ থেকে ৬শ তৃষ্ণার্ত মানুষকে শরবত পান করানো হয়। চিনি, লেবু,পানি ও ট্যাং দিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু শরবত। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় জেকে পলিমারের সহযোগীতায় আমরা সবাই পরের তরে(আসপ)নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন,সারাদেশে যে তাপপ্রবাহ চলছে তাতে জনজীবন অনেকটা বিপর্যস্ত । এই ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের পক্ষ থেকে এই আয়োজন করা । জনগণ এই তাপদাহের কারনে কষ্টে আছে, তার জন্য এই উদ্যোগ নিয়েছি। যেন এই শীতল পানীয় খেয়ে মানুষ স্বস্তি অনুভব করেন। তিনি আরো বলেন তাপদাহ যতদিন থাকবে ততদিন আমরা এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা করবো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply