কোটালীপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলম বলেছেন, সারা দেশে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক রয়েছে, তারপরেও আনসার ভিডিপি শুধু আইন শৃংখলা রক্ষার কাজ করে না। এর বাইরেও আমরা সেবামূলক কাজ করে থাকি। আমরা বন্যাদূর্গতের মাঝে ত্রান সরবরাহ করি, কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সেখানেও আমরা সহযেগিতা করি। আমরা সব জায়গাতেই সহযোগীতার হাত বাড়িয়ে দেই। তারই অংশ হিসাবে আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি।
বৃহস্পতিবার (২৩ মে) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপ-মহাপরিচালক আরো বলেন, শুধু আনসার ভিডিপির সদস্যরা নয় অসহায় ও দুঃস্থ এবং প্রান্তিক মানুষের সুবিধার্থে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। এর উদ্দেশ্যে হচ্ছে কোন মানুষ যেন চিকিৎসা সেবার বাইরে না থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি হিসাবে তারই অংশ হিসাবে আমরা এ মেডিকেল ক্যাস্প করে থাকি। আমাদের নিজস্ব একটি হাসপাতাল আছে। সেখানে আমরা এসব মানুষকে চিকিৎসা সেবা দিতে পরি। এছাড়া আমাদের চিকিৎসকরা অন্যান্য সরকারী হামপাতালে রেফার করলেও তাদের সুবিধা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply