বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের(বশেমুরবিপ্রবিসাফো) নবগঠিত চতুর্থ কমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সদস্যরা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করেন।বৃহস্পতিবার (১৬মে) বিকেল ৩ঘটিকায় সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হৃদয় সরকার, সহ-সভাপতি গোলাম রাব্বি, সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৌশিক দাশ, দপ্তর সম্পাদক সিহাব বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক মুহিব খান, অর্থ-বিষয়ক সম্পাদক মো. আসিব ইকবাল, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শান্ত সাহা, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ২ পূর্ণিমা সরকার, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ৩ মো. সাকিব শেখ, দাপ্তরিক ফটোগ্রাফার বিপ্লব হোসেন ছিপু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য নাজনীন আশা এবং বিষটি সূত্রধর।
সভাপতির হৃদয় সরকার তার বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতির স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা বাঙ্গালীরা সেই অবদান ভুলে গেছি। যিনি আমাদের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছেন, আমরা তাকে নিজ হাতে হত্যা করেছি। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎ বরনকারী শহীদদের আত্মার শান্তি কামনা করি।
সহ-সভাপতি গোলাম রাব্বি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন পথপ্রদর্শক। বাংলাদেশের নেপথ্যে তার ভূমিকা অপরিসীম। কিন্তু ১৫আগস্ট আমরা তাকে হত্যা করে বাঙ্গালী জাতীর নতুন সম্ভাবনাকে নিজ হাতে ধ্বংস করেছি। আজ জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করছি। এবং তার পরিবারের জীবিত সকল সদস্য যেন সুখে জীবন যাপন করতে পারে, এই প্রার্থনা করি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply