চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীর একটি পুকুর থেকে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো একটি কুমিরটি উদ্ধার করা হয়। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে সুন্দরবনের মধ্যে নদীতে নিয়ে অবমুক্ত করেছে বন বিভাগ। গত শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী দল কুমিরটিকে উদ্ধার করে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্যের নেতৃত্বে উদ্ধারকারী দলটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।
বনবিভাগ সূত্রে জানাগেছে, গবেষণা কাজে কুমিরের গতিবিধি ও আচরণ জানতে গত (১৬ মার্চ) স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে লোনা পানির চারটি কুমিরকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছিল। এদের মধ্যে একটি কুমির প্রায় শত কিলোমিটার পথ ঘুরে শ্রক্রবার (১২ এপ্রিল) থেকে বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থান করে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে ওই এলাকার মধুমতি নদী সংলগ্ন রাস্তায় কুমিরটিকে দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কুমিরটি দেখার জন্য রাস্তায় ভির জমায়। এক পর্যায়ে কুমিরটি নদীতে ফিরে না গিয়ে রাস্তার পার্শবর্তী একটি পুকুরে অবস্থান নেয়। খবর পেয়ে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী দল কুমিরটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য জানান, আমরা খবর পাওয়ার পর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণকারী উদ্ধারকারী দল অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে কুমিরটিকে পুনরায় শনিবার (১৩ এপ্রিল) সুন্দবনের নদীতে অবমুক্ত করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply