মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাহিত্য সাময়িকীর বার্ষিক স্মরণিকা ‘স্বপ্নের অগ্রযাত্রা’ মোড়ক উম্মোচন করা হয়েছে। আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে মুকসুদপুর উপজেলার বাটিকামারিতে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুহাম্মদ ফিরোজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্ব বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, সিনিয়র শিক্ষক সাফায়েত ঢালী, সহকারি শিক্ষা অফিসার নবীন রায়। অনুষ্ঠান সঞ্চজালনা করেন,খায়রুল বাকী শরীফ।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমান ইমন, সহ.সভাপতি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সহসাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ, আকমাল হোসেন হিরু, বজলুর রহমান, আক্তারুজ্জামান বাবলু, ইমরান হোসেন পলাশ, সুজন রায়, সাইফুল ইসলাম কায়েস, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম প্রমুখ। মোড়ক উম্মোচনের পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমরা একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে ভুমিকা রাখার অংশ হিসেবে আমাদের অন্যান্য মানবিক কর্মকান্ডের পাশাপাশি প্রতিবছরই একটি প্রকাশনা বের করি। এই উদ্যোগ অব্যহত থাকবে ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply