কালের খবরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ প্রতিক্ষীত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছেন।
এই অনুষ্ঠানটি সরাসরি গোপালগঞ্জবাসীদের বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। শনিবার(৪নভেম্বর)দুপুর আড়াইটায় স্থানীয় পৌরপার্কের উম্মুক্ত মঞ্চে বড় পর্দায় দেখানো হয়। গোপালগঞ্জ অংশে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন উপভোগ করেন এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব্স)কাজী মাহাবুব আলম ডিডিএলজি আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃ গোলাম কবির, সরকারি বঙ্গবন্ধু কলেজের বিভিন্ন বিভাগরে প্রধানগণ, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানি,জেলা প্রশাসক কার্যালয়ের সহাকারী কমিশনার রন্টি পোদ্দার,মোঃ আল ইয়াসা রহমান তাপাদার জেলা সমবায় ইউনিয়ন লিমিটিডের সভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগন,শিক্ষক-শিক্ষার্থী , স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্টানের জন্য তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন। বিকাল সাড়ে ৩টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই রেল লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১,২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply