দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাসভবনে আজ (৫জুলাই) শুক্রবার রাত্রিযাপন করবেন।
শুক্রবার রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।পরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ বেদীর সামনে দাড়িয়ে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ কবির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস উপস্থিত ছিলেন।এরআগে,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
আগামীকাল শনিবার (৬ জুলাই) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। পরে দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার কথা রয়েছে বলে জানাগেছে।
বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতেহাপাঠ এবং মোনাজাতে অংশ নিবেন। পরে বিকেল ৪ টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply