মুকসুদপুর প্রতিনিধিঃ
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে এক যুবেকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলমগীর মুন্সী (৩৮)। সে গোপালপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্রত। এ ঘটনার পর এলাকায় সাপ আতঙ্ক দেখা দিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, আলমগীর মুন্সী বিকালে বাড়ির পাশে একটি মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটার একমুহুতে তাকে বিষধর সাপ দংশন করে। কিন্তু আলমগীর প্রথমে বুঝতে না পারায় তার শারীরীক অবস্থার অবনতি হয় । স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের নেয়ার পর কর্তব্যরত ডাক্তার আলমগীরকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, রোগীর শরীরে সাপের কামড়ের চিহৃ পাওয়া গেছে। সিনটম অনুযায়ী ধারনা করা হয় কোন বিষধর সাপ তাকে দংশন করেছে। কাল খেপন না করে যদি দ্রুত হাসপাতালে নিয়ে আসেতো তাহলে চিকিৎসা দেয়া সম্ভব হতো। হাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত করলে সঠিক ভাবে বলা সম্ভব হবে কি কারনে তার মৃত্যু হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply