টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হার পাওয়ার প্রকল্পের আওতায় নারীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।আজ বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুম বজ্রকন্ঠে উপজেলার ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর টুঙ্গিপাড়ার সরকারি প্রোগ্রামার হীরক শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
ইউএনও মোঃ মঈনুল হক বলেন, দেশের অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের একটি বড় অংশের নেতৃত্ব দিচ্ছে নারী উদ্যোক্তারা। তাই প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ও তাদের স্বাবলম্বী করতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং কোর্স করানো হয়েছে। পাশাপাশি তাদের ল্যাপটপ বিতরন করা হয়। এতে তারা প্রযুক্তির সহায়তায় স্বাবলম্বী হতে পারবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply