কালের খবরঃ
গোপালগঞ্জের বিশিষ্ট ভাষা সৈনিক ও আওয়ামী লীগ নেতা এ এম ফজলুর রহমান বিশ্বাস আজ বুধবার (৩জুলাই)সকালে জেলা শহরের পাওয়ার হাউজ রোডের নিজ বাসভবনে বার্দ্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে—রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
এই ভাষা সৈনিক ও সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
বুধবার বাদ আসর স্থানীয় কোর্ট মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে গেটপাড়া পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ফজলুর রহমানের মেঝ ছেলে শফিকুল আলম কাকন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। মৃত্যুকালে তিনি ৩ছেলে ২মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply