কলম্বিয়ার বিপক্ষে তো ঠিক এমন শুরুই চেয়েছিল ব্রাজিল! ম্যাচের দশ মিনিট না যেতেই এগিয়ে গেছে দলটা। গোল করেছেন এই ম্যাচেই শুরুর একাদশে ঢোকা রাফিনিয়া।
স্যান ফ্র্যান্সিসকোর লেভিস স্টেডিয়ামে আজ সকালে শুরু থেকেই কলম্বিয়া চেষ্টা করেছে ব্রাজিলের ওপর ছড়ি ঘোরানোর। একটা ফ্রি কিকও পেয়েছিল দলটা।
তবে হামেস রদ্রিগেজের নেওয়া ফ্রি কিকটা চলে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে। তার আগে ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষকে ফাউল করে।
ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়া গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।
এরপর ফ্রি কিক থেকে এক বার ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াও। তবে কর্নার নেওয়ার সময় দাভিনসন সানচেজ অফসাইডে ছিলেন, তাই দীর্ঘ ভিএআর যাচাইয়ের পরেও গোলটা পায়নি কলম্বিয়া। লিড টিকে থাকে ব্রাজিলেরই।
এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠে যাবে ব্রাজিল। কোচ দরিভালের শিষ্যরা নিশ্চয়ই তাই চাইবেন!
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply